www.ullas24.com

Breaking

25 May, 2021

আর এ তৃষার গ্রাম

 গ্রাম 

আর এ তৃষা

তৃষা

মঠ ঘাট নদ -নদী

দেখি আমি সকাল সাঁঝি 

খাল বিল মাঠ-ঘাটে 

যায় আমি সকাল সাঁঝে। 

এত সুন্দর গ্রাম দেখিনি তো আর

যেখানে নদির পানি করে ছলছল

সবাই চেচিয়ে বলে জেলে মাছ ধর। 


বর্ষার দিনে রাস্তায় নামলে 

পা ডুবে যায় কাদার মাঝে 

যেখানে সোনার ফসল ফলে দিন রাত, 

নিশি শেষে নেমে আসে সোনালী প্রভাত। 

প্রভাতের সোনালী আলো দেখে 

সবাই উঠে জেগে 

সবাই চলে যায় মাঠে 

সোনা আনবে বলে 

এত সুন্দর গ্রাম দেখিনি তো আগে। 


এখানে সোনালী ফসল ফলে রাশিরাশি 

যেদিকেই তাকাই দেখি কৃষকের মুখে হাসি। 

গ্রমের সৌন্দর্যের কথা বলে আর শেষ হয়না 

মাঠ-ঘাট নদ-নদি আর কোথাও পাওয়া যায়না। 

শান্তি সুখের মূল কেন্দ্র গ্রাম 

এখানেই রয়েছে সকল প্রকার আরাম। 



----গ্রাম 

----আর এ তৃষা

No comments:

Post a Comment

Pages