www.ullas24.com

Breaking

27 May, 2021

আমি টোকাই

আমি টোকাই 

তৃষা মনি



সারাদিন ঘুরি রাস্তায় রাস্তায় 

রাতে শোবার জায়গাও নাই। 

কোনদিন খেয়ে আর কোনদিন

না খেয়েই দিন কাটাই। 


আমাদের খোজ নেবে 

এমন কোন মানবদরদী নায়। 

মানুষের জীবন কাটে নিজ নিজ ব্যস্ততায়। 

কে কার খোজ নেবে ভাই ---


ছোট্ট শিশু পথে পথে ঘুরি 

ভুল করেও কেউ দেয়না, 

একটু আদর করি।


যে সময়ে যাবার কথা স্কুলেতে

সে সময়ে কাগজ কুড়াই রাস্তাতে। 

যে সময়ে থাকার কথা আব্বু আম্মুর কোলে,, 

সে সময়ে রাত কাটাইতে হয় পথের ধারে।

আদর করে কেউ নেয়না একটু কোলে।। 


আমাদের কেউ মানুষ মনে করেনা 

মিষ্টি ভাষাই কেউ কথা বলেনা। 

অসুস্থ হলেও কেউ ফিরে দেখেনা।


হায়রে জীবন হায়রে ভাগ্য 

হে সৃষ্টিকর্তা টোকাই কেনো বানিয়েছো?? 

কোথায় ভালোবাসা কোথায় স্নেহ,, 

একটু মায়া মমতা দিবেনা কি কোনদিন কেহ?? 


একটু খাবারের জন্য

কাজ করতে হয় কত শত, 

কিন্তু আমারও তো মানুষ তাদেরই মতো। 

কতো ছোট শিশু আমরা 

কিন্তু আমাদের ব্যাথা কেউ বোঝেনা। 

নেই আনন্দ, নেই কোন উৎসব 

সব দিন যেনো একই ভাবে কেটে যায়,, 

ঘুরে ঘুরে রাস্তায়।

তাইতো আমরা টোকাই।। 


যার এই পৃথিবীতে আপন কেউ নাই।

মানুষের এটো খাবার সেটাও আমরা খাই। 

আমাদের দিয়ে কেউ কেউ প্রয়োজন মিটাই,, 

বিনিময়ে কিছু টাকা অবশ্য দেই। 

এভাবেই দিন কেটে যায়। 


সবাই আমাদের টোকাই বলেই চিনে 

আর টোকাই বলেই জানে 

বিন্দুমাত্র দুঃখ নাই তাতে। 

প্রচন্ড শীত, ঘুরি রাস্তায় 

কেউ ফিরে দেখেনা আছি কি অবস্থায়। 


ঝড় বৃষ্টির দিনে রাত কাটাবো কোথায়,, 

সেদিনও বুকে হাজার কষ্ট চেপে 

থাকতে হয় রাস্তায়। 

কারণ আমাদের তো মা বাবা নাই। 

যে, আদর করে বলবে বাবা ঘুম আই।। 

আর মুখে তুলে খাওয়াবে আমায়। 


মাঝে মাঝে মনে হয় 

কেউ কেনো বসেনা পাশে আমাদের,, 

আমরাও তো স্বপ্ন দেখি 

সুন্দর একটা জীবনের। 


পরিবেশ যেমন---

 মানুষও তো তেমনই হয়

তাইতো এই অবস্থা 

আজ আমাদের ভাই--

আমরা যে টোকাই।। 

No comments:

Post a Comment

Pages