www.ullas24.com

Breaking

26 May, 2021

জীবনের "বৃষ্টিঘুম"

 বৃষ্টিঘুম


লেখকঃ জীবন 


চৈতালী খরা জীবন ঝরা অসবুজ পত্রহীন মন

অপেক্ষায় গগন পানে প্রতীক্ষিত মলিন বদন।

স্বপ্ন মরিচিকা ঢেউ খেলে চলছে নির্ঘুম কতকাল

ক্লান্তিকর ক্ষুধাতুর জীবন ব্যস্ততারে করে সম্বল।


তার পর হঠাত একদিন মেঘঅবরুদ্ধ রৌদ্র তপন

চিটা পাতা মরমর ধ্বনি গড়াগড়ি সনসন পবন।

গর্জে ঝিলিক বজ্রধ্বনি শুনি সন্ধার মত অসময়

বৈশাখী ঝড়ে বৃষ্টি পরে মাটির গন্ধে শীতল হয়।


দিন যায় স্নিগ্ধ গজ অবুঝের মত চারিদখ ছড়ায়

স্বপ্নগুলো সতেজ হয় সবুজ পাতার গুচ্ছ গজায়।

এভাবেই রুষ্টপু্ষ্ট হয়ে যে অসময় সুসময়ে গড়ায়

ফুল ফল হয় বলে হারাবার ডরে নির্ঘুমপাহারায়।


কদিন পর কালো মেঘ অাগুনরেখা একে গুরগুর

মনডালে পত্রকরতাল বাঁজে অর্গল লাগারে ঘর।

ঝনঝন বরিষণ ঝড়োহাওয়া,পিছুটান নেই অার,

দুচোখ ক্লান্তিকর কতদিন পর শান্তিনিঝুম ঘুমোব

এবার।

_____________________________________

লেখক পরিচিতিঃনামঃ-ফেরদৌস ওয়াহিদ জীবন(পরিচিত নাম)

সার্টিফিকেটে নামঃসারোয়ার হোসেন জীবন

পিতাঃ-মোঃ সোহরাব উদ্দিন

গ্রামঃ-পাথারিয়া 

ডাকঃ চন্ডিগড়

থানা/উপজেলাঃ-দুর্গাপুর

জেলাঃ-নেত্রকোনা

ঢাকা-বাংলাদেশ

ডিপ্লোমা চিকিৎসক । দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে

চাকরির পদবীঃ এনরিছ হেল্থ অফিসার

জন্ম তারিখঃ ১৫/০৮/১৯৮১ ইং

No comments:

Post a Comment

Pages