www.ullas24.com

Breaking

02 July, 2021

ঐশ্বর্যের পূর্ণতায়, _____কলমে হালিমা বেগম


 ঐশ্বর্যের পূর্ণতায়

কলমে হালিমা বেগম



বৃষ্টির ঝিরঝির বাতাস বেশ চমৎকার,

বিশাল ঘন কালো মেঘের পাহাড়।

উত্তর-পশ্চিম কোণে নিস্তব্ধ বাতাসে,

মেঘে ঢাকা ঘন নীল আকাশে।

গাছে পাতা লতা সামান্য নড়ে,

সাঁঝে পাখির দল নীড়ে ফিরে।

ডোবা-পুকুর পানিতে পরিপূর্ণ বিল,

মেঘের গুরু গম্ভীর গর্জন অবিরল।

চারিপাশে পানি আর পানি থৈথৈ

রঙিলা নায়ের মাঝি পাল উড়িয়ে চলছে ঐ।

কুন্দ,কেয়া, যুথী ফুল ফুটে,

সুস্নিগ্ধ শ্যামল সমারোহে ভরে ওঠে।

রঙিন ফুলে মন মুগ্ধ অবিচল,

মানুষের মন হয়ে ওঠে চঞ্চল।

ঘন কালো মেঘের পালক উড়ায়,

প্রকৃতি তখন অপরুপ সুমন্ডিত সজ্জায়।

আষাঢ় আর শ্রাবণের অবিরাম বারিধারায়,

রিক্ততাকে ভরে দেয় ঐশ্বর্যের পূর্ণতায়।

No comments:

Post a Comment

Pages