www.ullas24.com

Breaking

22 April, 2020

ইচ্ছে ডানা

ইচ্ছে ডানা সানজিদা শাহীনুর
Ropeway at Trikut Pahar - Jan 08, 2016 - YouTube
ইচ্ছে ডানা 

ইচ্ছে করে হেটে যায় নদীর কিনারা ধরে, যখন রকমারি পাখি নীড়ে ফিরাই ব্যস্ত। সেই গৌধলীলগ্নে সূর্য ডুবা দেখতে বেশ লাগে, আকাশ পানে খেলা করে হাজারো রঙের মেলা। ইচ্ছে ডানা মেলে দিতে খুব ইচ্ছা করে, মন বলে ছুটে চলি নীলিমার শেষ প্রান্তে। সমুদ্রের কিনারায় দাড়িয়ে ইচ্ছা করে হাজারো শামুক কুড়িয়ে মেঘমালাকে দিতে। নিশি রাতে চাঁদের স্নিদ্ধ আলোই হাঁটতে ইচ্ছা করে রাতের আকাশের হাজারো তারা দিয়ে মনের মত করে নিজের ছবি আঁকতে ইচ্ছে করে। রাতের শহরের সৌন্দর্য দেখতে ইচ্ছা করে। ইচ্ছে করে পাহারের চূড়ায় দাড়িয়ে চিৎকার করে বলি আমি ভীতু নয়, আমি সাহসী নারী। রংধনুর রঙে নিজেকে রাঙাতে ইচ্ছে করে। আমার ইচ্ছেই আমার বাঁচার প্রেরণা।। ইচ্ছে গুলো জমা থাকে ডায়েরির পাতার ভাজে, ইচ্ছে গুলো পাখনা মেলে একেলা সাঁঝে। ইচ্ছে গুলো বেচে থাকুক আজীবন, ইচ্ছে গুলো ছুটে চলুক প্রতিক্ষণ।


No comments:

Post a Comment

Pages