www.ullas24.com

Breaking

19 August, 2020

গোলাপী রঙে মোড়া শহর রাজস্থানের রাজধানী জয়পুর।

অফিসপাড়া, হাসপাতাল, স্কুলভবন সবকিছুর রঙই গোলাপী। যেদিকেই তাকাবেন, আদি নিদর্শন আর স্থাপত্যশিল্পে ভরপুর; পাহাড়ি এই জয়পুর। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে যান এই শহরে। জয়পুরে দেখার মতো আছে অনেক কিছুই। সব পর্যটকের পুরো জয়পুর দেখার সৌভাগ্য হয় না। আবার কিছু জায়গায় পা না রেখে কেউ গোলাপী শহর থেকে ফেরেন না। তেমন একটি জায়গা হলো জল মহল। এটি এমন একটি ঘর, যেটা পানির একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকে পুরো বছর। ঘর বলছি কেন, ঘরের চাইতে ওটাকে বরং প্রাসাদ বলাটাই শ্রেয়। পানির প্রাসাদ বলে থাকে মানুষ একে।

No comments:

Post a Comment

Pages