www.ullas24.com

Breaking

23 June, 2021

অধিকার আদায় - হালিমা বেগম

 অধিকার আদায়

- হালিমা বেগম




সমাজে নারীর দিকে দিকে

প্রভাতির জয়গান,

মানব সমাজে নারী রাখে

সমান অবদান।


শিক্ষিত নারী জাতি স্বার্থ

পূরণের হাতিয়ার,

জননীরুপে প্রেম-পূণ্যে গড়ে

শান্তির সংসার।


প্রতিটি সন্তান বড়ো হয়

মায়ের কোলে,

মা-ই তার সন্তানকে সুশিক্ষায়

গড়ে তোলে।


অতীতে পুরুষের কাছে নারী

নির্যাতিত,অবহেলিত,

নারীকে পুরুষের ওপর নির্ভর

করতে হতো। 


বঞ্চিত নারীরা পদে পদে

অবহেলার শিকার,

গৃহবন্দী নারীর সময় এসেছে

অধিকার আদায়ের।


আজ নারীরা শুধু গৃহকর্মে

সীমাবদ্ধ নয়,

অবহেলা করার দিনের আজ

অবসান ঘটায়।


নারীমুক্তি আন্দলনে অন্তঃপুর থেকে

বেরিয়ে আসে,

বাংলার নারীরা গৌরবময় কৃতিত্বে

স্বরণীয় ইতিহাসে।

No comments:

Post a Comment

Pages