www.ullas24.com

Breaking

05 July, 2021

ভাবনা ভাবাই বাঞ্ছনীয়

 - ভাবনা ভাবাই বাঞ্ছনীয়

 হালিমা বেগম

 



জ্ঞানী ব্যাক্তি সর্বদাই বুদ্ধিমান,

দশের সেবা জাতির কল্যাণ। 


নির্লোভ জীবনে প্রকৃত সুখ,

করোনা নিয়ে আসে দুঃখ। 


বহু মৌলিক চাহিদা পূরণ,

মানুষকে বেঁচে থাকার প্রয়োজন। 


সবার উচিত অল্পে সন্তুষ্টি,

করোনা জীবনে দুঃখের সৃষ্টি। 


মানুষ অতৃপ্ত মনুষ্যত্ব বিলীন,

বিবেচনা নয় দুঃখের আগমন। 


নদীর ঢেউ গোনা অসম্ভব,

জীবনের প্রয়োজন চিরন্তন অভাব। 


ব্যর্থ চেষ্টা সর্বনাশা হা-হুতাশ,

মানুষ ফেলে দীর্ঘ নিঃশ্বাস । 


দুঃখবোধ স্বল্পতা আধিক্য নির্ভর,

ধনী,দরিদ্র অভাব সবার। 


করোনার দুঃখে ভারাক্রান্ত মনে,

আশায় চিন্তাক্লিষ্ট মানব জীবনে। 


করোনা জীবন কেড়ে নেয়,

মানুষ নয়নের জল ফেলায়। 


ভবিষ্যতের করোনা মোকাবিলায় বর্তমান,

আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ। 


রোগ শোকে বড়োই অভাবনীয়, 

করোনার ভাবনা ভাবাই বাঞ্ছনীয়। 


অতীত, বর্তমানের ব্যর্থতা মূল্যায়ন করি, 

করোনামুক্ত সুন্দর দেশ গড়ি।

No comments:

Post a Comment

Pages