www.ullas24.com

Breaking

30 June, 2021

বাস্তবতা __ কাকলী আক্তার

বাস্তবতা 

কাকলী আক্তার 




জীবনে আবেগ টা আর কাজ করে না,

সে অনেক আগেই মরে গেছে

ফিরবে না সে আবেগ,

জাগ্রত হয়েছে আমার বিবেক।


রাত যতো গভীর হয় -ততো

একাকিত্ব আমায় ভর করে কতো,

আমার ভাবনার প্রসারতা সেতো

বেড়ে যায় ধীরে ধীরে, 

ঘুম পায়না-শুধু মনে হয়

কেমনে সাজাবো জীবন টারে।


এই বিশাল পৃথিবীতে আমি একা

একাই লড়তে হবে জীবনযুদ্ধে, 

বেঁধে দেওয়া সময়ের মদ্ধে।

আমি সাহস হারায় নি

আমি পারবো-আমাকে 

পারতেই হবে বৈ কি।


রাতে বেলকুনিতে বসে যখন

আকাশের দিকে তাকাই

দেখি কতো তারা আলো দেয় তখন।

আমায় ইশারা দেয় আলো নিতে

আমি জীবনযুদ্ধে একা সৈনিক

পথ পারি দিবো আমি অনেক খানি।


এখন আমি আকাশ দেখি

সবাই ঘুমাই আর আমি আকাশ দেখি

নিজের কল্পনা একা একা আঁকি।




বাস্তবতা 



~~~ কাকলী আক্তার ~~~~

No comments:

Post a Comment

Pages