www.ullas24.com

Breaking

30 June, 2021

মৌমাছির গল্প 'জীবন ফেরদৌস ওয়াহিদ

 তারিখঃ৩০/০৬/২০২১

 মৌমাছির গল্প 

জীবন ফেরদৌস ওয়াহিদ



সুকৌশলে মৌমাছির রানীকে বাক্সে ভরা হলো

ফুলের বাগানে অত্যন্ত যত্নে ফুল ফোটালো,

মৌমাছিগুলো পরাগায়নের আদলে মধু নিলো

রাষ্ট্র সমৃদ্ধ হলো কিন্তু জাতি বন্দিই রয়ে গেল।


নতুন নতুন বাক্স হলো নতুন রানী বন্দি হলো

শ্রমিকের যত শ্রম মজুরী সঞ্চয় সব চুরি গেল,

অবুঝ জাতি নিষ্ঠুর প্রতারণায় ফেঁসে গেলো

তখন মুক্ত রাণীর হাটে মুক্তি নিয়ে কথা হল।


ওরা বহুদূর সরিষা গ্রামে হলুদের সাথে মিশে

সঙ্ঘটিত হলো স্বজাতির মিলনমেলার মঞ্চে,

তখন মুক্তির নেশায় ব্যাকুল আত্মঘাতী সিদ্ধান্তে 

প্রত্যেকে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুতি নিয়েছে।


তারপর যখন শ্রমচোর পূঁজিপতি এল মধু নিতে

ওরা মরনপণ হুল ফুটিয়ে বিষাক্ত করে দিয়েছে,

অগণিত মাছি শহীদ হলো অবুঝ রানীকে অবাক করে

সংঘবদ্ধ বিপ্লব ধ্বংস করল একজন পূঁজিপতিকে। 


অরক্ষিত বাক্সটা যখন সময় ব্যবধানে ক্ষয়ে যায়

অধিকার আদায় নিয়ে মুক্তরা মুক্তির গান গায়,

ওরা পৃথক প্রদেশে বিভক্ত হয় সাম্যনীতি প্রতিষ্ঠায়

এবং প্রতিটা শিশুকে মুক্তমনা বিপ্লবী করে গড়ে যায়।


যাতে সমস্ত পৃথিবী সমাজতন্ত্রের এক রাষ্ট্রে পরিণত হয়।

No comments:

Post a Comment

Pages